Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষাওসংস্কৃতি

আমাদের ইউনিয়নের উল্লেখ করারমত ঈশাখাঁ স্মৃতি বিজড়িত  দর্শনীয় স্থান রয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবন থেকে মাত্র ২/৩ কিলোমিটার পশ্চিমদিকে মজিতপুর গ্রামে বেবুদ রাজার পুকুর ।যা বর্তমান জেলে এবং মৎস্যজীবিদের একমাত্র আয়রোজগারের পথ বলে অনেকে মনে করে।  যেখানে অধিকাংশ সময় জলাবদ্ধতা বিরাজ করে। আমাদের ইউনিয়নে ছোট ছোট বিলে অন্তরভূক্ত যেখানে বর্ষ মৌসুমে পানিতে একাকার হয়ে যায় এবং মৎস্যজীবিরা নৌকা, ডোঙ্গা, কলাগাছের ভেলায় চড়ে ঘুনি, চারো, জাল নিয়ে মাছ ধরতে যায়। দেখতে খুবই সুন্দর লাগে।আবার ইরী মৌসুমে যখন বিলের পানি সরে যায় তখন কৃষককেরা ইরী ধানের চাষ করার কাজে ব্যস্ত থাকে এবং মৎস্ জীবিদের বিলে মাছ ধরতে যায়। ইরী ধান বড় হলে এই এলাকা সবুজে একাকার হয়ে যায়। যা আসলেই নজর কাড়ার মতো। কিন্তু তা আমরা কয়জনে দেখি। রবীন্দ্রনাথের কবিতা মত বলতে হয়- ঘর থেকে দু'পা ফেলিয়া দেখি একটি ধানের শিষেরর উপর একটি শিশির বিন্দুল।